তোমার সাথে কাটানো মুহুর্তগুলো রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে হৃদয়ের নিষিদ্ধপল্লিতে এসে জড়ো হয়। আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনা মনে আছে তোমার? আগের দিন সন্ধ্যায় হঠাৎ আবদার করে বসলে, আমাকে নীল শার্ট পড়ে আসতে হবে। তোমার পছন্দের রঙের শার্ট খুজতে, এ মার্কেট থেকে ও মার্কেট, সে কি দৌড় আমার! যাও পেলাম, তাও আকাশী রঙ.. আকাশী নাকি তোমার একদম অপছন্দের। গাঢ় নীল চেয়েছিলে তুমি। ভেস্তে গিয়েছিলো সেদিনের প্ল্যান। গাঢ় নীল শার্ট না পাওয়ায় পরদিন আর আমাদের দেখা হলো না । এরপর সারাদিন খুজে একেবারে গাঢ় নীল রঙা একটা শার্ট পেলাম। পরদিন দেখা হলো তোমার আমার। ছায়াঘেরা বেঞ্চির দুই কোণে বসা তুমি আর আমি। আমাদের ৪ ফিট দুরত্বের মাঝখানে রাখা তোমার কালো রঙের ভ্যানিটিব্যাগ। সেদিন নিজের হার্টবিটের প্রত্যেকটা শব্দের সংকেত কান অব্দি টের পেয়েছি। তুমি যখন আমার দিকে তাকিয়ে, আমি তখন মেহগনির ডালে বসা ইষ্টিকুটুমের খুনসুটি দেখার ভান করছি। তুমি যখন আমার চোখ থেকে দৃষ্টি সড়িয়ে নিচ্ছিলে,...
Ds Tarek Mahmud is working as a delightful writer, Reciter and young organizer with several social organizations.