তোমার সাথে কাটানো মুহুর্তগুলো রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে হৃদয়ের নিষিদ্ধপল্লিতে এসে জড়ো হয়।
আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনা মনে আছে তোমার?
আগের দিন সন্ধ্যায় হঠাৎ আবদার করে বসলে,
আমাকে নীল শার্ট পড়ে আসতে হবে।
তোমার পছন্দের রঙের শার্ট খুজতে, এ মার্কেট থেকে ও মার্কেট, সে কি দৌড় আমার!
যাও পেলাম, তাও আকাশী রঙ..
আকাশী নাকি তোমার একদম অপছন্দের।
গাঢ় নীল চেয়েছিলে তুমি।
ভেস্তে গিয়েছিলো সেদিনের প্ল্যান।
গাঢ় নীল শার্ট না পাওয়ায় পরদিন আর আমাদের দেখা হলো না ।
এরপর সারাদিন খুজে একেবারে গাঢ় নীল রঙা একটা শার্ট পেলাম।
পরদিন দেখা হলো তোমার আমার।
ছায়াঘেরা বেঞ্চির দুই কোণে বসা তুমি আর আমি।
আমাদের ৪ ফিট দুরত্বের মাঝখানে রাখা তোমার কালো রঙের ভ্যানিটিব্যাগ।
সেদিন নিজের হার্টবিটের প্রত্যেকটা শব্দের সংকেত কান অব্দি টের পেয়েছি।
তুমি যখন আমার দিকে তাকিয়ে, আমি তখন মেহগনির ডালে বসা ইষ্টিকুটুমের খুনসুটি দেখার ভান করছি।
তুমি যখন আমার চোখ থেকে দৃষ্টি সড়িয়ে নিচ্ছিলে, আমি তখন আড়চোখে তোমাকে দেখেছি।
আর তোমার চোখে চোখ পড়ে গেলেই ধরা পড়ে গিয়ে মুচকি হাসি দিয়েছি।
তুমিও পাল্টা হাসিতে আস্কারা দিচ্ছিলে তখন।
এভাবে কেটে গেলো কয়েক মুহুর্ত....
হঠাৎ সাহস করে থমথমে গলায় বলেই ফেললাম,
- হাতটা ধরতে পারি?
তুমি তখন লাজুক মুখে মুচকি হেসে ডান হাতটা সামান্য প্রসারিত করে দিয়েছিলে আমার দিকে।
হাত বাড়িয়ে তোমার হাতটাকে স্পর্শ করতে গিয়ে সেই যে থরথর কাপুনি আর হৃদপিণ্ডের ঘন ঘন ঘন্টা বাজার আওয়াজ,
মনে পড়লে আজও হৃদয়ে নাড়া দিয়ে ওঠে।
সেদিনের সেই থরথর কাপুনী আর হার্টবিটের ধুপধাপ শব্দের প্রতিক্রিয়ায় ৩ দিন জ্বর ছিলো আমার।
তুমি তো জ্বরের কথা শুনেই থ মেরে ছিলে।
এরপর কেটে গেলো অনেক দিন,
আমাদের দেখা-সাক্ষাত নিয়মিত হতে থাকলো। এভাবে আরো অনেক দিন......
এরপর হঠাৎ দুরত্ব!
দুরত্ব বাড়তে বাড়তে আমার শহরে নিখোজ হয়ে গেলে তুমি।
জানো?
তোমার পছন্দের সেদিনের সেই গাঢ় নীল রঙা শার্টটা প্রায় অনেকদিন টিকেছে।
অথচ,
ততোদিন ভালোবাসাটাও টিকলো না।
নীল রঙা সেই শার্টটা আমার শ্যামলা গায়ে অনেকদিন পড়েছি,
শুধু তোমার মনটাকেই পড়তে পারি নি কখনোও
এখন নীল রঙ দেখলে জেদ হয় খুব। নীল রঙ পড়া কাউকে দেখলেই ইচ্ছে করে, সব তছনছ করে দিই।
সেই বেঞ্চিতে এখনোও মাঝে মাঝে বসি।
মেহগনি গাছের সেই ডালটিতে আর ইষ্টিকুটুম আসে না!
Comments
Post a Comment