Skip to main content

Posts

Showing posts from November, 2021

রাজনৈতিক অভিনয়ে মোরা সকলেই প্রচন্ডরকম অভিনেতা - তারেক মাহমুদ

রাজনৈতিক অভিনয়।  আমরা সবাই সেই অভিনয় বুঝি, এরপরও হাত তালি দেই,  মিথ্যে মিথ্যে বাস্তবতার বৈধতা দেয়ার চেষ্টা করি।  মিথ্যে মিথ্যে লক্ষ-কোটি টাকাও নষ্ট করি।  ভোটের সময় প্রার্থীরা মাঠে ময়দানে, এমনকি বাড়ি বাড়ি এসেও কত রকম প্রতিশ্রুতির কাথা সেলাই করে।   আমরা সবাই ই জানি এগুলো ১০০% সবই মিথ্যা মিথ্যা আশ্বাস। এরপরও আমরা তাদের সাথে হেসে হেসে জ্বী আপনাকেই ভোট দেবো, আপনার সাথে আছি, বলি।   যে প্রার্থীই আসুক,  সবাইকেই সাপোর্ট দেই।  অথচ আমরাও জানি যে,  আমরা মিথ্যে বলছি,  অভিনয় করছি।   আমার একটা ভোট একজনের বেশী কাউকে দিতে পারবো না জেনেও সব প্রার্থীকেই হ্যান্ডশেকের বিপরীতে প্রতিশ্রুতি দিচ্ছি।  আমিও অভিনয়ই করছি।  আবার,  জোর জবরদস্তি করে হলেও নিশ্চিত আমি ১০০% পাস জেনেও পাবলিকের কাছে গিয়ে ভোট চাচ্ছি, এটা ওটা খাওয়াচ্ছি, মিটিং মিছিল করছি অনেক খরচ করে,  অথচ এসব না করলেও আমিই পাস।  এটাও করছি একটা অভিনয়।  আবার ভোটের সাথে দোয়ার একটা সম্পর্ক বানিয়ে ফেলেছি আমরা। ভোট চাই ভোটারের,  দোয়া চাই সকলের। এভাবে হেভি প্রচার প্রচারণা করে ভোটে না দাঁড়িয়ে  দোয়া চায় না কেউই।  আজ অবধি কাউকে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পোস্টার -ব্যানার