Skip to main content

Posts

ফিচার পোস্ট

রাজনৈতিক অভিনয়ে মোরা সকলেই প্রচন্ডরকম অভিনেতা - তারেক মাহমুদ

Recent posts

শীতে বউয়ের অভাবে খাট কেটে দু ভাগ করে ফেললো সোনারগাঁয়ের তরুণ

চারিদিকে শীতের আমেজ শুরু হয়েছে।  দিনকে দিনে শীতের তীব্রতা বেড়ে চলেছে।  আর শীত আসলেই যেন বেড়ে যায় ব্যাচেলর জীবনের যন্ত্রনা।  শীতের যত কষ্ট,  সবই বুঝি ব্যাচেলর জীবনেই।   তাই তীব্র শীতের এ ঝলকানিতে মুহু মুহু উষ্ণতার পরশের সন্ধ্যানে লক্ষ্য তরুণ হাতড়ে বেড়ায় বিবাহিত জীবনের সামান্য একটু সুখের আশায়, আপাদমস্তক একটা বউয়ের আশায়।  কিন্তু ক জনই বা পায় সেই কাঙ্ক্ষিত সুখ?  ক জনই বা পায় শীতে বেচে থাকার উষ্ণ অবলম্বন?   সেই অবলম্বনটুকুই শীতের শুরু থেকে বারবার চেয়ে আসছিলো সোনারগাঁয়ের তরুন আজমল আক্কাস।  কিন্তু বারবার নিজের মনের অব্যক্ত কথাগুলো,  কাঙ্খিত চাওয়াগুলো নিজের মানুষগুলোকে  বলতে ব্যর্থ হয়ে যেন ঘেন্না ধরে গেছে নিজের প্রতি।  আর সেই ঘেন্নাপিত্তির প্রতিফলন ঘটিয়েছে আজমল আক্কাস তার ঘরের খাটের উপর।   সিদ্ধান্ত নিয়েছে,  যে খাটের এক পাশ পরে থাকে শূন্যতায়,  যে খাটের এক পাশ হতে পারতো কারো আশ্রয়ের শেষ ঠিকানা,  অথচ সেখানটা শূণ্য মরুভূমির মতো খা খা করে রাতদিন।   কাথা কম্বলে যে শীত মানে না,  সেই শীত হার ম...

হোয়াইট হাউজের ওয়াফাই পাসওয়ার্ড ভুলে গেছেন ট্রাম্প, বাইডেনের কড়া হুমকি

সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোটে ডোনাল্ড ট্রাম্প কে পরাজিত করে নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন।   ইতিমধ্যে হোয়াইট হাউজে যাওয়ার তোরজোর শুরু হয়েছে বাইডেনের।   কিন্তু অপরদিকে নির্বাচনের চিন্তায় হোয়াইট হাউজের ওয়াফাই এর পাসওয়ার্ড ভুলে বসে আছেন নির্বাচনে পরাজিত সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।   এ নিয়ে গনমাধ্যমের সামনে মুখ না খুললেও মানষিকভাবে বিরাট দুশ্চিন্তায় ভুগছেন ট্রাম্প।   অন্যদিকে গতকাল রাত থেকেই জো বাইডেন ট্রাম্পকে মুঠোফোনে ওয়াফাই এর পাসওয়ার্ড চেয়ে বারবার চাপ প্রয়োগ করেই যাচ্ছেন।   এ বিষয়ে জো বাইডেনের কাছ থেকে জানতে চাইলে তিনি গনমাধ্যমের সামনে বলেন,  আমরা তাকে (ট্রাম্প) বারবার অত্যান্ত বিনয়ের সাথে ওয়াফাই এর পাসওয়ার্ড এর জন্য অনুরোধ করেছি,  কিন্তু তিনি সেই প্রসঙ্গটিকে বারবার এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে কথা তোলার ব্যর্থ চেষ্টা করেছেন।   এ বিষয়ে ইতিমধ্যে মার্কিন দপ্তরে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি আমি।   প্রয়োজনে আমরা ওয়াফাই এর পাসওয়ার্ড এর জন্য কূটনৈতিক তৎপরতার পাশাপাশি...

মেহগনির সেই ডালটিতে আর ইষ্টিকুটুম আসে না -তারেক মাহমুদ

  তোমার সাথে কাটানো মুহুর্তগুলো রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে হৃদয়ের নিষিদ্ধপল্লিতে এসে জড়ো হয়। আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনা মনে আছে তোমার? আগের দিন সন্ধ্যায় হঠাৎ আবদার করে বসলে,  আমাকে নীল শার্ট পড়ে আসতে হবে।  তোমার পছন্দের রঙের শার্ট খুজতে, এ মার্কেট থেকে ও মার্কেট,  সে কি দৌড় আমার!   যাও পেলাম,  তাও আকাশী রঙ..  আকাশী নাকি তোমার একদম অপছন্দের।   গাঢ় নীল চেয়েছিলে তুমি।   ভেস্তে গিয়েছিলো সেদিনের প্ল্যান।  গাঢ় নীল শার্ট না পাওয়ায় পরদিন আর আমাদের দেখা হলো না । এরপর সারাদিন খুজে একেবারে গাঢ় নীল রঙা একটা শার্ট পেলাম।   পরদিন দেখা হলো তোমার আমার।   ছায়াঘেরা বেঞ্চির দুই কোণে বসা তুমি আর আমি।   আমাদের ৪ ফিট দুরত্বের মাঝখানে রাখা তোমার কালো রঙের ভ্যানিটিব্যাগ।  সেদিন নিজের হার্টবিটের প্রত্যেকটা শব্দের সংকেত কান অব্দি টের পেয়েছি।   তুমি যখন আমার দিকে তাকিয়ে,  আমি তখন মেহগনির ডালে বসা ইষ্টিকুটুমের খুনসুটি দেখার ভান করছি।   তুমি যখন আমার চোখ থেকে দৃষ্টি সড়িয়ে নিচ্ছিলে,...